শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩২ ইউনিট
বিমান চলাচল স্থগিত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:০৯
আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:০৮

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : বাংলাদেশের খবর
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে কয়েক ধাপে ফায়ার সার্ভিসের মোট ৩২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সবকটি ইউনিট এখন পৌঁছায়নি, ২০টি ইউনিট কাজ করছে। আরও ১২টি উইনিট পথে আছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা কাজ করছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জানিয়েছে, বর্তমানে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। এ সময়ের ভেতরে চারটি ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা থাকলেও তা থেকে ডাইভার্ট করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এমবি/এমএইচএস