Logo

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:০৭

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

ছবি : বাংলাদেশের খবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ৩৬টি ইউনিট কাজ করছে। এর মধ্যে ৩০টি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে এবং ৬টি ইউনিট পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিটগুলো সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আইএসপিআর জানিয়েছে, কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনী সক্রিয় রয়েছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কিছু ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকা রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে আসা ইন্ডিগো ফ্লাইট কলকাতায়, এয়ার এরাবিয়ার শারজাহ-ঢাকা ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের বিমান আকাশে চক্কর দিচ্ছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ফ্লাইট উড্ডয়ন স্বাভাবিক হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তারা বলেছে, আগুন মূলত কার্গো ভিলেজে এবং যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা পণ্য মজুত রাখা হয়।

সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইটও নিরাপত্তাজনিত কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পরপরই সকল সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর