বিমানবন্দরের আগুন নেভাতে এবার রোবট নামাল ফায়ার সার্ভিস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:২২

রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট দিয়ে আগুন নেভানোর চেষ্টা। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নেভাতে এবার রোবট ব্যবহার করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন। আগুনের তীব্রতা কমাতে না পারায় সন্ধ্যায় যুক্ত করা হয় রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রোবটটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অত্যাধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র। এতে উচ্চচাপের পানির জেট ও তাপ সহনশীল সেন্সর রয়েছে, যা বিপজ্জনক এলাকাতেও কার্যকরভাবে কাজ করতে পারে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতেই এ রোবট ব্যবহার করা হচ্ছে।
দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো টানা কাজ করছে। অগ্নিনির্বাপণ অভিযানে এখন পর্যন্ত ২৫ জন আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী অন্তত আটটি ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ সন্ধ্যায় জানান, ‘সকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃতি নির্ধারণে পরবর্তী সময়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
এমএইচএস