Logo

রাজধানী

৬ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের আগুন

ফ্লাইট চলাচল স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২০:৪২

৬ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের আগুন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রাথমিকভাবে ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো জোনে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে গোডাউন, কেমিক্যাল ও ইলেকট্রনিক্স স্টোরেজ এলাকায়। এতে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী ও আনসারের সদস্যরাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিচ্ছেন। অভিযান চালাতে গিয়ে অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী অন্তত আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে আসা একটি বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইটও স্থগিত রয়েছে, ফলে যাত্রীরা বড় ধরনের সমস্যায় পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে আশাবাদ ব্যক্ত করেছেন, রাতের মধ্যে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানিয়েছেন, রপ্তানিকারক কার্গো ভিলেজ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটে আমদানি পণ্য সংরক্ষণের গোডাউনে। মিনিটের মধ্যে আগুন কেমিক্যাল গোডাউনে পৌঁছে যায় এবং দ্রুত গোটা কার্গো ভিলেজে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এমন যে কালো ধোঁয়া আকাশ ঢেকে দিয়েছে।

এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। এনসিপি নেতা সারজিস আলমও আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না এবং এর পেছনের প্রকৃত কারণ উদঘাটনের জন্য তৎপর হওয়ার দাবি করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের মূল্যায়নে কার্গো নিরাপত্তায় ১০০ শতাংশ নম্বর অর্জন করেছিল। এ ঘটনায় বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের সক্ষমতা এবং সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট বাহিনী এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর