Logo

রাজধানী

রাজধানীতে চাঁদাবাজির প্রতিবাদে গাড়ি ব্যবসায়ীদের মানববন্ধন, বিক্রি বন্ধের হুঁশিয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:০৩

রাজধানীতে চাঁদাবাজির প্রতিবাদে গাড়ি ব্যবসায়ীদের মানববন্ধন, বিক্রি বন্ধের হুঁশিয়ারি

ছবি : বাংলাদেশের খবর

দোকান বন্ধ রেখে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে নেমেছে রাজধানীর গাড়ি ব্যবসায়ীরা। রোববার (১৯ অক্টোবর) বারিধারায় মানববন্ধন করেন তারা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব গাড়ি বিক্রয়কেন্দ্র অর্ধদিবস বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে চাঁদা দাবি, ভয়ভীতি, এমনকি ককটেল হামলার ঘটনাও ঘটছে। কিন্তু অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর সভাপতি আবদুল হক জানান, আগস্ট মাস থেকে বিভিন্ন গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হচ্ছে। অচেনা বিদেশি নম্বর ও হোয়াটসঅ্যাপে ভয়ংকর বার্তা পাঠানো হচ্ছে, যেখানে কখনও কখনও একেএ–৪৭ রাইফেলের ছবিও সংযুক্ত থাকে।

তিনি বলেন, এখন পর্যন্ত ১২টি বিক্রয়কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের বলা হচ্ছে, চাঁদা না দিলে দোকান উড়িয়ে দেওয়া হবে। ব্যবসায়ীরা একাধিক থানায় জিডি করলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে দাবি করেন তিনি।

আজ মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে আবদুল হক স্পষ্ট হুঁশিয়ারি দেন, এই মাসের মধ্যে যদি চাঁদাবাজি ও হামলা বন্ধ না হয়, এবং অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আগামী মাস থেকে গাড়ি বিক্রি, ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। এমনকি সরকারকে রাজস্ব প্রদানও স্থগিত রাখব। 

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের সঙ্গে আছি, কিন্তু সন্ত্রাসের সঙ্গে না। এই কর্মসূচি তারই প্রতিবাদ।’ 

ব্যবসায়ীরা জানান, বারিধারা ও প্রগতি সরণি এলাকায় বিসমিল্লাহ কার সেন্টার, টার্বো অটো, বেগ অটো, কার সিলেকশন, হ্যালো কার, জুম অটো, বিশ্বাস ইমপোর্টসহ অন্তত ১২টি বিক্রয়কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিস্ফোরণের পরপরই বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। পাশের দোকানগুলোতেও ফোন দিয়ে বলা হয়, ‘পরের লক্ষ্য তোমরা।’

বারভিডা সদস্যদের মতে, এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদাবাজি, ভয়ভীতি ও সন্ত্রাসের অবসান দাবি করা এবং সরকারের কাছে ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো।

তাদের বক্তব্য, দেশের গাড়ি খাত সরকারের বড় রাজস্ব উৎস। অথচ আমরা এখন নিরাপত্তাহীন। এই পরিস্থিতি চলতে থাকলে পুরো খাত অচল হয়ে যাবে। 

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর