Logo

রাজধানী

মিরপুরে রাসায়নিক গুদামে আগুন, পাঁচদিন পর ১৬ মরদেহ হস্তান্তর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৩

মিরপুরে রাসায়নিক গুদামে আগুন, পাঁচদিন পর ১৬ মরদেহ হস্তান্তর

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকার শাহ আলম রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর অবশেষে শনাক্ত হয়েছে ১৬ জনের মরদেহ। রোববার (১৯ অক্টোবর) রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে শনাক্ত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পুলিশ হস্তান্তর করে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে সন্ধ্যার পর থেকেই ভিড় করেন নিহতদের স্বজনরা। কারও চোখে শুকিয়ে যাওয়া কান্না, কারও বুকে বুকফাটা আহাজারি— প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় তারা দাঁড়িয়ে ছিলেন। রাত পর্যন্ত একে একে ১৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় দাফনের জন্য নিহত প্রত্যেকের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত এক শ্রমিকের বাবা জানান, তিনি মেয়ের জামাইয়ের মরদেহ পেয়েছেন। কিন্তু এখনও মেয়ের মরদেহ পাননি। বিকেলে ফোনে মরদেহ বুঝে নিতে বলা হলেও মর্গে গিয়ে মেয়ের দেহ পাননি বলে অভিযোগ করেন তিনি।

রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের কাছে থাকা ১৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। কারখানায় এখনও উদ্ধার অভিযান চলছে। নতুন কোনো মরদেহ উদ্ধার হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করা হবে।’

ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্ত সূত্রে জানা গেছে, রাসায়নিক গুদামটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বের হওয়ার বিকল্প পথ না থাকায় শ্রমিকরা ভেতরে আটকা পড়ে মৃত্যুবরণ করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে বিস্ফোরণও ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় গুদামের মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভেতর থেকে ১৬ জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

পরীক্ষার ফলাফলে পরিচয় মিলার পর রোববার রাতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর