রাজধানীতে আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর আরও সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির বিভিন্ন বিভাগের সমন্বয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের দারুস সালাম ৯ নং ওয়ার্ডের ৪ নং ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রুবেল পেদা (৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল হেলাল (৪৭), নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. মোরশেদ আলম মুন্না (২৮)।
ডিবি সূত্র জানায়, রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে সাইমন ইসলাম রনি ও রুবেল পেদাকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। এরপর সোমবার (২০ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তরিকুল ইসলাম তাপস ও জানে আলম ঠান্ডুকে গ্রেপ্তার করে একই বিভাগের আরেকটি টিম।
অন্যদিকে, রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে নিউমার্কেট থানাধীন আজিমপুর এলাকা থেকে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম ঈশান শিকদার মিরাজকে গ্রেপ্তার করে। একই রাতে রাত ১০টা ৩০ মিনিটে ডিবি ওয়ারী বিভাগের টিম রাজধানীর ভাটারা এলাকা থেকে মো. আল হেলালকে গ্রেপ্তার করে। এছাড়া রাত ১১টা ৩০ মিনিটে ডিবি গুলশান বিভাগের একটি টিম বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে মো. মোরশেদ আলম মুন্নাকে গ্রেপ্তার করে।
ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনগুলোর সক্রিয় সদস্য হিসেবে রাজধানীতে গোপন বৈঠক ও ঝটিকা মিছিলে অংশ নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিবির অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা সহ্য করা হবে না।
এনএমএম/এমবি