কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের কমিটি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ২১:১৭

ছবি : বাংলাদেশের খবর
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৮ অক্টোবরের আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটিতে বাহিনীর আরও ৪ কর্মকর্তা রয়েছেন।
তারা হলেন- ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন, ঢাকা-১৯ এর ওয়্যারহাউজ পরিদর্শক মো. তোজাম্মেল হোসেন ও ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
এর আগে রোববার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন করা হয়। কমিটিকে ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
তার আগে শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিজস্বভাবে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এদিকে কার্গো ভিলেজে আগুনের প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা রোধ করতে এই ৩টি কমিটির সমন্বিত তদন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ চালিয়ে প্রাথমিক রিপোর্ট এবং সুপারিশসমূহ দ্রুত প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এনএমএম/এএ