রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:৪০

ছবি : সংগৃহীত
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শাহবাগ, পল্টন, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, কলাবাগান, খিলগাঁও, সবুজবাগ, যাত্রাবাড়ী, তেজগাঁও ও উত্তরা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় গ্রেপ্তাররা নেতাকর্মীরা হঠাৎ করে সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। তখন দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও কিছু উস্কানিমূলক প্রচারপত্র উদ্ধার করা হয়েছে ।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যারা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্যে বিশৃঙ্খলা ছড়াতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইন নিজের হাতে নিতে পারবে না।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতা চেষ্টা, সরকারি কাজে বাধা ও জনশান্তি বিঘ্নের অভিযোগে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনএমএম/এএ