Logo

রাজধানী

জেনেভা ক্যাম্পে ২ পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৮

জেনেভা ক্যাম্পে ২ পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। 

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আফতাব হোসেন জানান, রাতে বন্ধুদের সঙ্গে ক্যাম্পে ঘুরতে গিয়েছিল জাহিদ। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে একটি ককটেল তার পায়ের সামনে বিস্ফোরিত হলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে। তিনি দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।

তার ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোরে দুই পক্ষের মধ্যে মারামারির সময় বাসা থেকে বের হয়ে ঘটনাস্থলের কাছে গেলে হঠাৎ একটি ককটেল এসে জাহিদের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তে রয়েছে মোহাম্মদপুর থানা-পুলিশ।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর