গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে সায়েন্স ফেয়ার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৪:৫২

বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আনন্দমুখর পরিবেশে রাজধানীর বসুন্ধরায় গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ‘সায়েন্স ফেয়ার ২০২৫’।
বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আনন্দমুখর পরিবেশে রাজধানীর বসুন্ধরায় গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ‘সায়েন্স ফেয়ার ২০২৫’।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক সংলগ্ন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্লে গ্রুপ থেকে গ্রেড ৮ পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।
মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে সৃজনশীলতা, কৌতূহল ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা প্রকাশ করে।
মেলা ঘুরে দেখা গেছে, ছোট ছোট স্টল দিয়ে সাজানো হয়েছে স্কুলের বহিরাঙ্গন। স্টলগুলোতে নিজেদের আবিষ্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের সুফল তুলে ধরছে দর্শনার্থীদের কাছে।
অভিভাবকরা প্রদর্শনী পরিদর্শন করে শিক্ষার্থীদের এসব প্রচেষ্টা ও সৃজনশীলতার প্রশংসা করেন। শেষ পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রকল্পগুলোর উপস্থাপক শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।
স্কুলের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমরা বরাবরই চাই শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হোক। আজকের ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞান-প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ পৌঁছে যাবে উন্নতির স্বর্ণশিখরে।
এমবি