Logo

রাজধানী

ছুটির দিনের সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৫

ছুটির দিনের সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও জায়গা করে নিয়েছে রাজধানী ঢাকা। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ছুটির দিনের সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যক ‘। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ১৫৮ রেকর্ড করা হয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ছে।

সকাল পৌনে ৮টার দিকে আইকিউএয়ারের প্রকাশিত তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। তালিকার প্রথমে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৩৫— অর্থাৎ ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের দূষণ।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২২৯) ও কলকাতা (স্কোর ১৮৪)। চতুর্থ অবস্থানে পাকিস্তানের করাচি (স্কোর ১৮৩) এবং পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি (স্কোর ১৬৪)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১৫৮ থেকে ১৩২-এর মধ্যে ঘোরাফেরা করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১-১০০ হলে ‘সহনীয়’, ১০১-১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়। স্কোর ১৫১-২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বায়ু দূষণ বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুমে ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের কারণে ঢাকায় বায়ুর মান দ্রুত নেমে যায়। তারা সতর্ক করে বলেছেন, শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত রোগীদের এই সময়ে বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বায়ুদূষণ ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর