Logo

রাজধানী

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৯

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২৩:৫৪

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৯

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ নয়জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

ডিবি সূত্র জানায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার অন্তর্গত গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মাকছুদুর রহমান দীপু (২৬), মো. হৃদয় (২২) ও মো. জাকির হোসেন (৩৬)। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি স্টিলের ছুরি ও তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় আরও ১৪–১৫ জন ডাকাত দুইটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে করে বিরুলিয়া ব্রীজ পার হয়ে সাভারের দিকে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার বিশমাইল মোড় এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-মো. সবুজ ডাক্তার (৫৫), মো. শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫), সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮), মো. রিপন (৩৬), মো. মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও মো. ইলিয়াছ রহমান (৩৩)।

এ সময় তাদের কাছ থেকে একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন এবং অ্যাভেঞ্জা কার থেকে তিনটি ‘পুলিশ’ লেখা রিফ্লেকটিভ জ্যাকেট ও একটি কালো রঙের পকেট রাউটার উদ্ধার করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের মধ্যে তরিকুল ইসলাম ওরফে আলমের বিরুদ্ধে আটটি, সবুজ ডাক্তারের বিরুদ্ধে ৭টি, হৃদয়ের বিরুদ্ধে ১২টি, দীপুর বিরুদ্ধে ৪টি, জাকিরের বিরুদ্ধে ২টি, ইলিয়াছের বিরুদ্ধে ২টি, মামুনুর রশিদ শিশিরের বিরুদ্ধে দুটি, রিপনের বিরুদ্ধে ২টি এবং শামছুজ্জামান ওরফে সবুজের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

  • ডিআর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর