Logo

রাজধানী

গাজীপুরের সাবেক মেয়র রবীনসহ গ্রেপ্তার ৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:১৮

গাজীপুরের সাবেক মেয়র রবীনসহ গ্রেপ্তার ৫

রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবীন হোসেন।

বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক টিম একযোগে অভিযান চালায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাবেক মেয়র রবীন হোসেন ছাড়াও আরও চারজন নেতাকর্মী রয়েছেন, যাদের নাম-পরিচয় যাচাই চলছে।

ডিসি তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা প্রস্তুতির বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান ডিবি কর্মকর্তারা।

সম্প্রতি সরকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর