Logo

রাজধানী

টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫২

টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

ছবি : সংগৃহীত

রাজধানীর টগি ফান ওয়ার্ল্ডে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জমকালো আয়োজনে পালিত হলো হ্যালোইন উৎসব। ‘স্পুকটাকুলার সোইরি ৪’ শিরোনামের এ আয়োজনের লক্ষ্য ছিল দর্শনার্থীদের জন্য ভুতুড়ে অথচ মজাদার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করা।

এবারের উৎসবে ছিল ভয়ংকর পরিবেশের আবহ, থিমভিত্তিক সাজসজ্জা, সঙ্গীত, আলো এবং নানা রকম বিনোদনের সমাহার।

অনুষ্ঠানে ডিজে সঙ্গীতের পাশাপাশি ট্যারোট ও পাম রিডিং করেন ম্যাডাম শায়ারলি ও রুমনাজ ফারহিন। দর্শনার্থীদের জন্য ছিল হ্যালোইন থিমের মুখের শিল্প এবং গ্যালাক্সি বেকারির তৈরি বিশেষ খাবার।

৩০০ টাকার প্রবেশমূল্যে দর্শনার্থীরা টগি ফান ওয়ার্ল্ডে প্রবেশ করে উপভোগ করেন আর্কেড গেম, ৩৬০° ফটো বুথ, সিসিআইয়ের সৌজন্যে স্বাগত পানীয়, হ্যারিবোর ক্যান্ডি ট্রিট, গেম ও রাইডে ১০ শতাংশ ছাড় এবং র‍্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ।

র‍্যাফেল ড্রয়ে বিজয়ীরা পেয়েছেন এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার রুটে দুটি বিমান টিকিট, একটি পাঁচ তারকা হোটেলে ডিনার ভাউচার এবং টগি ফান ওয়ার্ল্ডে একটি অ্যাডভেঞ্চার ও বাচ্চাদের বিশেষ প্যাকেজ।

হ্যালোইন উপলক্ষে টগি ফান ওয়ার্ল্ডের এস্কেপ রুমেও চালু ছিল বিশেষ ‘একটি কিনুন, একটি বিনামূল্যে’ অফার।পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ-ভুতুড়ে সাজে সজ্জিত অতিথিদের হাসি, সঙ্গীতের তালে নাচ, আর রঙিন আলোয় ভরা এক রহস্যময় রাতের আমেজ।

  • বিএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর