Logo

রাজধানী

ঢাকায় একযোগে আন্দোলনে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৪

ঢাকায় একযোগে আন্দোলনে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে রোববার (২ নভেম্বর) ঢাকা শহরের বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে অনেক জায়গায় তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে।

এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। এর ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ডিএমপি যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও অনাকাঙ্ক্ষিত এ যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর