Logo

রাজধানী

নিকুঞ্জে ফুটপাত দখলমুক্ত : দীর্ঘদিনের ঝুঁকি থেকে স্বস্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২০:০৮

নিকুঞ্জে ফুটপাত দখলমুক্ত : দীর্ঘদিনের ঝুঁকি থেকে স্বস্তি

রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় পেট্রোবাংলার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) প্রধান কার্যালয় সংলগ্ন ফুটপাত অবশেষে দখলমুক্ত করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে প্রশাসনের নীরবতা ও উদাসীনতার সুযোগে সরকারি এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির পাশে গড়ে উঠেছিল অবৈধ দোকান, চায়ের স্টল ও খোলা আগুনে রান্নার চুলা। এতে জননিরাপত্তা ও স্থাপনার নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। 

জানা যায়, আরপিজিসিএল ভবনে প্রতিদিন প্রায় ৩,০০০ পিএসআই চাপযুক্ত গ্যাস ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমন উচ্চচাপ গ্যাস স্থাপনার পাশে ফুটপাত দখল করে তেলের চুল্লি বসানো ছিল অত্যন্ত বিপজ্জনক। সামান্য গ্যাস লিক বা আগুনের স্ফুলিঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটার আশঙ্কা ছিল, যা আশপাশের সরকারি দপ্তর ও আবাসিক এলাকাকেও বিপর্যস্ত করে দিতে পারত।

আরপিজিসিএল কর্তৃপক্ষ গত দুই বছরে খিলক্ষেত থানায় অন্তত তিনবার লিখিতভাবে অবৈধ দখল উচ্ছেদের আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সময়ের সঙ্গে দখলদারদের সংখ্যা বাড়তে থাকে। 

অবশেষে স্থানীয়দের আন্দোলন ও গণমাধ্যমে খবর প্রকাশের পর আজ সোমবার সকালে খিলক্ষেত থানা পুলিশ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে ফুটপাত দখল করে গড়ে তোলা সব দোকান, অস্থায়ী কাঠামো ও বিপজ্জনক রান্নার চুল্লি ভেঙে ফেলা হয়। 

খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব। স্থাপনাগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। প্রভাবশালী কারও চাপের তোয়াক্কা না করে আমরা অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ 

স্থানীয় সমাজকর্মী জাহিদ ইকবাল বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা এ অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার ছিলাম। অবশেষে প্রশাসনের পদক্ষেপে স্বস্তি ফিরেছে। তবে দায়ীদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত না হলে পুনর্দখলের আশঙ্কা থেকেই যায়।’

স্থানীয়দের দাবি, উচ্ছেদকৃত এলাকা যেন পুনরায় দখল না হয়— এজন্য এটিকে ‘নূন্যতম নিরাপত্তা দূরত্ব জোন’ হিসেবে ঘোষণা করা এবং নিয়মিত পুলিশ টহল ও মন্ত্রণালয়ের নিরাপত্তা তদারকি নিশ্চিত করা জরুরি।

বিশ্লেষকরা বলছেন, এই উচ্ছেদ অভিযান কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং বহু বছরের অব্যবস্থাপনার বিরুদ্ধে নাগরিক সচেতনতার ফল। তবে স্থায়ী সমাধান নির্ভর করছে ধারাবাহিক নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর। 

এইচকে/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর