Logo

রাজধানী

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ পেলেন ভিজ্যুয়াল আর্টিস্ট শাহাদ শরীফ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ পেলেন ভিজ্যুয়াল আর্টিস্ট শাহাদ শরীফ

ছবি : সংগৃহীত

দেশের তরুণ সৃজনশীল উদ্যোক্তা ও ভিজ্যুয়াল আর্টিস্ট শাহাদ শরীফ অর্জন করেছেন “বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫”। তিনি গ্রাফিসিটি কমিউনিকেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)।

সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্প্রতি রাজধানীর 'বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টার'-এ অনুষ্ঠিত হয়। 

দেশের বিভিন্ন পেশায় সফল ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিদের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার জগতে অবদান রাখার জন্য শাহাদ শরীফকে এ বছরের “Visual Artist of the Year” ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানতে চাইলে শাহাদ শরীফ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই সম্মান আমার জীবনের এক বিশেষ অর্জন। এতদিনের পরিশ্রম, নিষ্ঠা ও টিমের অবদান ছাড়া এটা সম্ভব হতো না। এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল করেছে, যেন ভবিষ্যতে দেশের ভিজ্যুয়াল কমিউনিকেশন সেক্টরে নতুন কিছু করতে পারি।’

গ্রাফিক ডিজাইন ও ভিজ্যুয়াল আর্টের প্রতি ছোটবেলা থেকেই প্রবল আগ্রহ থেকেই শাহাদ শরীফের পথচলা। বর্তমানে তিনি Graphycity Communications–এর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের জন্য ক্রিয়েটিভ সল্যুশন, ডিজাইন ও ব্র্যান্ডিং সেবা দিয়ে আসছেন। তাঁর প্রতিষ্ঠানটি তরুণ ডিজাইনারদের জন্য একটি শেখার ও অনুপ্রেরণার কেন্দ্র হিসেবেও পরিচিত।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাহাদ শরীফ বলেন,‘আমার লক্ষ্য বাংলাদেশের তরুণ ডিজাইনারদের এমন একটি প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে তারা নিজেদের প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারে। Graphycity Communications সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।’

তরুণ প্রজন্মের প্রতি অনুপ্রেরণামূলক বার্তায় তিনি বলেন,‘কোনো কিছুতেই হাল ছেড়ো না। নিজের কাজে বিশ্বাস রাখো, নিষ্ঠা আর ধৈর্য থাকলে একদিন তোমার কাজই তোমাকে আলাদা করে দেবে।’

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫–এর এই স্বীকৃতি শাহাদ শরীফের সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব ও দেশের ভিজ্যুয়াল আর্ট অঙ্গনে অবদানের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। 

দেশীয় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে বিশ্বদরবারে তুলে ধরার তার লক্ষ্য তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দিয়েছে।

  • এইচকে/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর