ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর বনানীতে পূর্ব শত্রুতার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই যোদ্ধার বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের তথ্যটি জানিয়েছেন ভুক্তভোগী এনসিপি নেতা মো. আব্দুর রহমান রাকিব। তিনি বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
আহত রাকিবের স্বজনদের অভিযোগ, গতকাল বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীবসহ কয়েকজন মিলে বনানী কড়াইলের এরশাদ মাঠ এলাকায় অবস্থিত রাকিবের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের হাতের আঙুল কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গেল কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এ ঘটনায় সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করায় রাকিব ও তার পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকি দেয় রাব্বিসহ অন্যরা। গেল কয়েকদিন ধরে এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে অকথ্য ভাষায় মন্তব্য করে আসছিল রাব্বি ও তার সহযোগীরা। এসবের প্রতিবাদ করায় দলবল নিয়ে রাকিবের বাসায় হামলা চালায় সন্ত্রাসী বাহিনীটি।
হামলার শিকার এনসিপি নেতা মো. আব্দুর রহমান রাকিব জানায়, আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর থেকেই ওরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। দুপুরে চাপাতি, লাঠিসোডা হাতে ওরা আমার বাসায় হামলা চালায়। হামলার সময় আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা ঠেকাতে গেলে চাপাতির কোপ আমার হাতে এসে লাগে। এতে আমার বাম হাতের আঙুল পড়ে গেছে।
রাকিব আরও জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, ‘ঘটনাটির বিষয়ে অবগত আছি। যতটুকু জেনেছি উনারা (ভুক্তভোগী পরিবার) হাসপাতালে আছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
- এমএএস/এমআই

