Logo

রাজধানী

বুড়িগঙ্গায় জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৯

বুড়িগঙ্গায় জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীসহ একটি নৌকা ডুবে গেছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সবাই নিরাপদে আছেন। 

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় লালকুঠির ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী। লালকুঠির ঘাট এলাকায় কর্ণফুলী-১৪ লঞ্চ নোঙর করছিল। তখন লঞ্চটি নৌকার কাছাকাছি চলে আসে। ওই সময় নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে লঞ্চের সঙ্গে নৌকার ধাক্কা লাগে। তবে তার আগেই শিক্ষার্থীরা নদীতে ঝাঁপ দেন। 

সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা জানান, তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে আছেন। 

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর