পুলিশি বাধার মুখে ‘উদীচী থেকে যমুনা’ কর্মসূচি
সরকারকে ৭ দিনের আল্টিমেটাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২০:৪৪
প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে উদীচীর গানের মিছিল পুলিশি বাধার মুখে পড়েছে। রোববার (৯ নভেম্বর) বিকাল ৪:৩০টায় তোপখানা রোডের উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘উদীচী থেকে যমুনা’ শীর্ষক গানের মিছিল শুরু হয়। মিছিলটি সেগুনবাগিচার দুদক কার্যালয়ের সামনে প্রথম বাধার সম্মুখীন হয়।
পুলিশি বাধা অতিক্রম করে মিছিল যমুনার দিকে যাওয়া শুরু করলে দ্বিতীয় দফা বাধার মুখে পড়ে। এরপর সেখানে শিল্পীকর্মীরা অবস্থান নিয়ে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন।

মিছিলের সময় উদীচী নেতৃবৃন্দ সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দেন। তারা বলেন, প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে না আসে, সারাদেশের সংস্কৃতি কর্মীরা বৃহত্তর আন্দোলনে নামবে।
উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক, উগ্রবাদী ও নব্য ফ্যাসিস্ট শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। তারা অন্যদের কথা শোনে না, তাই আমাদের দাবি সরকারকে মান্য করানো জরুরি।’ তিনি আরও অভিযোগ করেন, সরকার ফেব্রুয়ারি মাসে নিরাপত্তার অজুহাতে বইমেলা বন্ধ করার পরিকল্পনা করছে এবং প্রাথমিক শিক্ষায় শিক্ষক পদ বাতিলের মাধ্যমে সংস্কৃতিমনা জনগণের অধিকার হরণ করছে।

ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম বলেন, ‘গণবিরোধী নীতির কারণে জুলাইয়ে স্বৈরাচারী ক্ষমতাধারীকে উৎখাত করেছে জনতা। এই জনতার প্রতি বিশ্বাসঘাতকতা করা হলে ইউনূস সরকারও ক্ষমা পাবেন না। সরকার তাদের অবস্থান থেকে না সরলে উদীচী সারাদেশের সংস্কৃতিপ্রেমী জনতাকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’
মিছিল শুরুর আগে তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সত্যেন সেন চত্বরে প্রতিবাদী শিল্পীকর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন। এতে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হাসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের আহ্বায়ক কামাল হোসেন বাদল, উদীচীর সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান, রহমান মুফিজ ও সংগঠন বিষয়ক সম্পাদক আরিফ নূর প্রমুখ।
একই দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঠাকুরগাঁও জেলা সংসদসহ দেশের বিভিন্ন প্রান্তে উদীচী শিল্পী কর্মীরা আজ একই কর্মসূচি পালন করেছেন।
এমএইচএস

