Logo

রাজধানী

রাজধানীতে ২ বাসে আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৩০

রাজধানীতে ২ বাসে আগুন

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 

সোমবার (১০ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জানান, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে তাদের কাছে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের বাস দুটিতে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপর ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাশেদ বিন খালিদ আরও বলেন, বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনও জানি না। আগুনে কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর