Logo

রাজধানী

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৪

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ নাশকতার ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এটি করেছে, সে সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই। 

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নাশকতার এ ঘটনার তদন্তে আমরা ইতোমধ্যেই আইনের আওতায় কাজ শুরু করেছি বলে জানান মিরপুর মডেল থানার ওসি।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর