রাজধানীর সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের গেটে প্রকাশ্যে গুলি করে তারিক (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে অজ্ঞাত ব্যক্তিরা ওই ব্যক্তিকে বুকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা সকাল ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা গার্ড বলেন, আমরা হাসপাতালের ভেতরের দিকে ছিলাম। দুর্বৃত্তরা একজনকে ধাওয়া করতে করতে হাসপাতালের গেটে আসলে প্রথমে পায়ে গুলি করে। পরবর্তীতে তাকে আবার কয়েকটি গুলি করা হয়।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, আমি দ্বিতীয় তলায় ছিলাম। ওখান থেকে গুলির আওয়াজ শুনে বাইরে আসি। তখন দেখি একজন পড়ে আছে। তার বুক থেকে রক্ত বের হচ্ছে।
এ বিষয়ে দায়িত্বরত এক ট্রাফিক কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, আমরা প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করতে পারিনি। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেএন/এমবি/ওকেআর/

