বসুন্ধরায় হেরিটেজ সুইটসের তৃতীয় শাখা উদ্বোধন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:২৯
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশের মিষ্টান্ন সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া এনেছে প্রিমিয়াম ব্র্যান্ড ‘হেরিটেজ সুইটস’। সোমবার (১০ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় এই ব্র্যান্ডের তৃতীয় আউটলেট উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, অর্থ ও হিসাব বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিসিবির কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এম জসীম উদ্দীন বলেন, ‘মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের ঘরে ঘরে আপ্যায়নের অন্যতম খাদ্য উপকরণ। ‘হেরিটেজ সুইটস’ সবসময়ই বাংলার ঐতিহ্যকে আধুনিক আঙ্গিকের মাধ্যমে উপস্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বসুন্ধরায় আমাদের তৃতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নিলাম। প্রতিটি গ্রাহক যেন খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টি পান, সেটাই আমাদের লক্ষ্য।’
নতুন আউটলেটটি আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে তৈরি করা হয়েছে। বসুন্ধরার “ই” ব্লকের ঢালী কাঁচা বাজার ও আশেপাশের বাসিন্দাদের জন্য এটি হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।
ঠিকানা: প্লট নং-৮৪/এ, ৮৪/বি, ব্লক-ই, ঢালি ফুড কোর্ট, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। খোলার সময়: সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত।

