Logo

রাজধানী

জুলাই সনদ বা গণভোট বর্তমান সরকারের কাজ নয় : ফরহাদ মজহার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

জুলাই সনদ বা গণভোট বর্তমান সরকারের কাজ নয় : ফরহাদ মজহার

‘বর্তমান সরকারকে কোনোভাবেই অন্তর্বর্তী সরকার বলা যায় না’— এমন মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘পুরোনো ব্যবস্থার পতনের পর নতুন ব্যবস্থা গঠন করে রাষ্ট্রকে সেই ব্যবস্থায় প্রবেশ করানো পর্যন্ত যে সরকার দায়িত্ব পালন করে, কেবল তাকেই অন্তর্বর্তী সরকার বলা যায়। কিন্তু বর্তমান সরকার সেই কাজ করছে না, করতে পারছে না। কারণ তারা হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে গঠিত।’

সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিস স্টাডিজ আয়োজিত ‘নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার আরও বলেন, ‘এই সরকারকে অন্তর্বর্তী নয়, বরং উপদেষ্টা সরকার বলা উচিত। উপদেষ্টা সরকারের একমাত্র কাজ হলো রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া, আর রাষ্ট্রপতি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। কথিত ঐকমত্য কমিশনসহ সব কমিশনের কাজ কেবল সুপারিশ বা উপদেশ দেওয়া। জুলাই সনদ বা গণভোট তাদের কাজ নয়।’

তিনি দাবি করেন, যদি এই সরকার হাসিনার সংবিধানের অধীনে শপথ না নিয়ে প্রকৃত অন্তর্বর্তী সরকারের মতো দায়িত্ব পালন করত, তবে আজকের রাজনৈতিক সংকট সৃষ্টি হতো না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘জুলাই চেতনা মানে পুরোনো বৈষম্যমূলক ব্যবস্থার পরিবর্তে নতুন ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়ন হলে চাঁদাবাজদের জমিদারিত্ব শেষ হয়ে যাবে— এজন্যই তারা সনদ বাস্তবায়ন চায় না।’

ড. হেলাল উদ্দিন সতর্ক করে বলেন, ‘যারা গণভোট বিলম্বিত করতে চায়, তারা জুলাই সনদকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। প্রয়োজনে জাতি আবারও রাজপথে নামবে, যতবার প্রয়োজন হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক এবং সঞ্চালনা করেন সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক সাংবাদিক সাদেক রহমান। সভায় আরও বক্তব্য দেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, মেজর (অব.) রেজাউল হান্নান শাহিন, আইনজীবী এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমাণিকসহ অনেকে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই সনদ অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর