Logo

রাজধানী

ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২১:৪১

ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না-এমন নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে দায়িত্ব পালনে মনোযোগ ব্যাহত হচ্ছে, সতর্ক নজরদারি কমে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে।

ডিএমপি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় কেবলমাত্র ইনচার্জ নিজ দায়িত্বের প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কোনো পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার শৃঙ্খলা পরিপন্থি কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর