Logo

রাজধানী

রাজধানীতে ৩ বাস ও প্রাইভেটকারে আগুন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৩

রাজধানীতে ৩ বাস ও প্রাইভেটকারে আগুন

রাজধানীতে পৃথক চার স্থানে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় এসব অগ্নিকাণ্ডে কয়েকটি যানবাহন সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম অগ্নিকাণ্ডের খবর আসে রাত ১২টা ৫৪ মিনিটে। রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগে। দুটি ইউনিট সেখানে গিয়ে আড়াইটার মধ্যে আগুন নির্বাপণ করে। এতে প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

একই রাতে ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদ এলাকার খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। এসব ঘটনায় কোনো প্রাণহানি না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর