Logo

রাজধানী

স্বৈরাচার পতনের মতো নাশকতাকারীদেরও প্রতিহত করবে ঢাকাবাসী : ডিএমপি কমিশনার

Icon

বাসস

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৯:৪৪

স্বৈরাচার পতনের মতো নাশকতাকারীদেরও প্রতিহত করবে ঢাকাবাসী : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকাবাসী অতীতে যেমন স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছে, তেমনি এই নাশকতাকারীদেরও প্রতিহত করবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে এবং রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে জনগণের সচেতনতা ও সহযোগিতাই নাশকতা মোকাবিলায় সবচেয়ে বড় শক্তি বলে তিনি উল্লেখ করেন।

ডিএমপি কমিশনার জানান, গত ১-১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ ও গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭টি মামলা দায়ের ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি।

তিনি বলেন, অধিকাংশ নাশকতাকারীরা ঢাকার বাইরে থেকে এসে অর্থের বিনিময়ে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে। মিছিল শেষে আবার ঢাকার বাহিরে চলে যাচ্ছে।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে- হেলমেট ও মাস্ক পরে দুর্বৃত্তরা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করা হচ্ছ।

কমিশনার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত কাউকে আশ্রয় দিবেন না। নিজস্ব যানবাহন অন্যের হাতে দেওয়ার আগে সচেতন থাকবেন। আর সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানাবেন।

সম্প্রতি রাজধানীতে অগ্নিসংযোগের শিকার বেশিরভাগ বাসই রাতে অরক্ষিতভাবে রাস্তার পাশে পার্ক করা ছিল। তাই পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি বাসের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি জানান, দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় এক সার্জেন্ট আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে ককটেল ছুড়ে পালানো দুর্বৃত্তদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, গত মার্চ-এপ্রিল মাসের তুলনায় এ মাসে বর্তমানে অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়ার আন্দোলন প্রসঙ্গে কমিশনার বলেন, ‘ডিএমপির নীতি হলো কোনো মানুষকে আঘাত করা নয়। আমি প্রতিদিনই অফিসারদের নির্দেশ দিই, কারও গায়ে লাঠি তুলবেন না। আমরা এদেশের পুলিশ, জনগণকে সেবা দিতে চাই।’

১৩ নভেম্বরকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে।’

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর