Logo

রাজধানী

রাজধানীর কাঠেরপুলে মালঞ্চ বাসে আগুন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২১:১০

রাজধানীর কাঠেরপুলে মালঞ্চ বাসে আগুন

ছবি : সংগৃহীত

পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় স্টপেজে থাকা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক দোকানী বলেন, ‘আমি দোকানে বসেছিলাম। হঠাৎ দেখি বাসে আগুন জ্বলছে। কে বা কারা আগুন দিয়েছে সেটা দেখতে পারি নি।’

এ ঘটনায় বাসের চালক ও হেল্পারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস স্টেশন সাথেই থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।’

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর