রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৮
প্রতীকী ছবি। গ্রাফিক্স : বাংলাদেশের খবর
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের পুনঃসংগঠন ও নাশকতা পরিকল্পনার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু সংগঠনিক নথি, লিফলেট ও মোবাইলফোন জব্দ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছিলেন। বর্তমানে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এনএমএম/এমএইচএস

