Logo

রাজধানী

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৪৬

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত স্কুলটিতে এ ঘটনা ঘটে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে কোনো ব্যক্তি আহত হননি।

পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে প্রিপারেটরি স্কুলের সামনে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। 

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে স্কুলের সামনে থামে। মোটরসাইকেলের চালকদের মাথায় হেলমেট ছিল; বাকি দুইজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন স্কুলকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে এবং পরে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর