বাড্ডায় গুলিবিদ্ধ অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৪:১৩
ছবি : বাংলাদেশের খবর
রাজধানী বাড্ডা, মধ্য বাড্ডা কমিশনার গলি এলাকার একটি কাঠ ও টিনশেড দ্বি-তলা বাসার নিচ থেকে মো. মামুন শিকদার (৩৯) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, ভোরের দিকে মধ্য বাড্ডা কমিশনার গলি খ-১৮৯ নং বিকাশের মেয়ের কাঠ ও টিনের দ্বি-তলা ভবনের নিচ থেকে মামুন শিকদারের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত মামুনের থুতনির নিচে গলায় একটি গোলাকার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি গুলির চিহ্ন, তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত মামুনের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলা, দুমকি থানার আগলি গ্রামে। তিনি আব্দুল খালেক শিকদারের সন্তান।

