Logo

রাজধানী

আমীর খসরুর আসনে লড়তে চান এনসিপি নেতা যুবরাজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৫:২৫

আমীর খসরুর আসনে লড়তে চান এনসিপি নেতা যুবরাজ

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মো. ওমর ফারুক যুবরাজ। আমির খসরুর বিপক্ষে এ আসনে লড়বেন তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

যুবরাজ বলেন, আমি সক্রিয় কোনো রাজনীতি না করলেও গত জুলাই আন্দোলনে শুরু থেকেই ছিলাম ঢাকার রাজপথে। শহীদ মিনার থেকে নীলক্ষেত এবং শাহবাগ এলাকাজুড়ে আন্দোলনে সামিল ছিলাম। আমার আঁকা একটা গ্রাফিতি আজও দেখা যায় টিএসসি মেট্রো স্টেশনের নিচে।

তিনি বলেন, আমি দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই। আমি একজন সাবেক ক্রিকেটার। বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি। আমি খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘ ১৭ বছর।

তিনি আরও বলেন, তাছাড়া চট্টগ্রামের দুটি ক্রিকেট একাডেমির সঙ্গে আমি জড়িত। বিভিন্ন ইয়ুথ বেইজড প্রজেক্ট, ক্রিকেট টুর্নামেন্ট, খেলাধুলার ওয়ার্কশপ, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, করপোরেট লীগ আয়োজনের অভিজ্ঞতা আছে। এছাড়া ঢাকাতেও নিজের ক্রিকেট একাডেমি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২০০ শিক্ষার্থী একাডেমি থেকে কোচিং করছেন। আমি আমার সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে চাই। 

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর