Logo

রাজধানী

সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক আলম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:০১

সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক আলম

‘সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’র সভাপতি নির্বাচিত হয়েছেন দুলাল চন্দ্র মজুমদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। 

রোববার (৯ নভেম্বর) সংগঠনের অষ্টাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ‘আজম–সাইফুল’ প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় ‘দুলাল–আলম’ প্যানেল। 

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের অধিকার রক্ষার এই সংগঠনের নির্বাচনের সিইসি খন্দকার মিজানুর রহমান স্বাক্ষরিত ভোটের ফলপত্র থেকে এ তথ্য জানা গেছে।  

সভাপতি পদে দুলাল চন্দ্র মজুমদার নির্বাচিত হয়েছেন ১৬০ ভোট পেয়ে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত শাহ আলম পেয়েছেন ১৭১ ভোট। প্রতিদ্বন্দ্বী ‘আজম–সাইফুল’ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়াই করা মো. আজম খান ও মো. সাইফুল ইসলাম পেয়েছেন যথাক্রমে ১০৬ ও ৯৭ ভোট। 

দুটি প্যানেলেই অভিজ্ঞ শ্রমিক নেতা ও দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন পদে থাকা ব্যক্তিরা অংশ নিয়েছিলেন। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৯টি পদে দুই প্যানেলই পূর্ণাঙ্গ প্রার্থী দেয় এই নির্বাচনে। 

রোববার সোনারগাঁও হোটেলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব ও হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ইসরাত হোসেন খান এবং ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা’র ভারপ্রাপ্ত জিএম আসিফ আহমেদ। 

উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের কর্মকর্তা ফিরোজুর রহমান, মো. শহিদ ও শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ও যুগ্ম সম্পাদক মিয়া মিজানুর রহমান। 

এর আগে, গত ১৪ অক্টোবর ইউনিয়ন আয়োজিত বিশেষ সাধারণ সভায় খন্দকার মিজানুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নির্বাচন কমিশন গঠিত হয়। পরে ২৯ অক্টোবর সিইসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘দুলাল–আলম’ এবং ‘আজম–সাইফুল’ প্যানেলের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। 


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর