ড্রামভর্তি খণ্ডিত সেই মরদেহের পরিচয় মিলেছে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২০:৫৮
রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে দুটি ড্রামভর্তি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে দুটি ড্রামভর্তি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। তিনি রংপুরের বদরগঞ্জের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় ঈদগাহের সামনে পুলিশ ড্রাম দুটি খুলে ওই ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
তবে তিনি কীভাবে খুন হয়েছেন, কারা এ ড্রামে তার খণ্ডিত লাশ ফেলে গেল তা তদন্তে নেমেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফেলে রাখা দুটি ড্রাম থেকে খণ্ডিত ও মুখমণ্ডলসহ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি একজন পুরুষ ব্যক্তির। তার মুখে লম্বা দাঁড়ি রয়েছে।
তিনি জানান, আঙুলের ছাপের মাধ্যমে তার নাম শনাক্ত করা হয়েছে। নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। বাবার নাম আবদুর রশিদ, মায়ের নাম এছরা খাতুন। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুটি সবুজ রঙের ড্রাম থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং মরদেহ কালো পলিথিনে মোড়ানো ছিল।
শাহাদাত হোসেন নামের একজন ড্রাম দুটি খুলে মরদেহ বের করেন। তিনি জানান, পুলিশ এসে ড্রাম খুলতে বললে আমি ড্রাম খুলি। এরপর দুটি ড্রাম খুলে একজনের একাধিক খণ্ডে বিভক্ত মরদেহ বের করি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
পুলিশের ধারণা, দু-এক দিন আগে হত্যার পর হত্যাকারীরা মরদেহটি ড্রামে ভরে এখানে ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গলা থেকে পা পর্যন্ত অংশগুলো আলাদা করা হয়েছে। মুখে দাড়ি রয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
এনএমএম/এমবি

