Logo

রাজধানী

বাসে আগুন দেওয়ায় জনতার ধাওয়া, নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:২০

বাসে আগুন দেওয়ায় জনতার ধাওয়া, নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধে একটি ফাঁকা বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে সাইয়াফ (১৮) নামের এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। এ ঘটনায় আরেকজন যুবক রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) আটক হয়েছেন। 

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহআলী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় তারা মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করছিল।

এ ঘটনা দেখে আশপাশের লোকজন দুষ্কৃতকারীদের ধাওয়া করেন। ভয় পেয়ে একজন তুরাগ নদীতে ঝাঁপ দেন এবং সাঁতার না জানায় পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একজন দৌড়ে পালাতে সক্ষম হন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত পলাতক যুবককে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড পানিতে মৃত্যু ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর