Logo

রাজধানী

হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৭

হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত ১২টার দিকে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টার দিকে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে রাস্তার পাশে রাখা বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মুহূর্তেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। 

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর