Logo

রাজধানী

ঢাকা-১৭ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী হায়দার আলী বেপারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

ঢাকা-১৭ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী হায়দার আলী বেপারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠক ইউরোপীয় ইউনিয়ন তৃণমূল বিএনপি’র সভাপতি হায়দার আলী বেপারী ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এই আসনের সবচেয়ে আলোচিত ও শক্ত প্রার্থী রয়েছেন আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে লড়বেন। এ ছাড়াও তৃণমুল বিএনপি, জামায়াতে ইসলামি বাংলাদেশ, এনসিপিসহ আরো বেশ কয়টি দলেরও প্রার্থী রয়েছেন। তাদের সঙ্গে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বলেই জানা গেছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, আসন্ন নির্বাচনে তিনি তৃণমূল বিএনপি’র প্রার্থী হিসেবে ঢাকার এ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছেন।

তৃণমূল বিএনপি’র প্রার্থী হায়দার আলী বেপারী ঢাকা জেলার দোহার পৌরসভা ওয়ার্ডের বানাঘাটা গ্রামের ঐতিহ্যবাহী পরিবার মরহুম আব্বাস বেপারীর সন্তান। হায়দার প্রথমে ২০০০ সালে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদার হাত ধরে ছাত্রদলে যোগদান করেন। ২০০৩ সালে জয়পাড়া কলেজ শাখা ছাত্র সংসদে ছাত্রদলের ব্যানারে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হউন । ২০০৭ সালের তত্ত্বাবধায়ক ফকরুদ্দীন সরকারের আমলে দেশ ত্যাগ করেন। এরপর ২০১৫ সালে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপিতে যোগদান করেন। বর্তমানে তিনি ইউরোপীয় ইউনিয়ন তৃণমূল বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হায়দার আলী বেপারী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করছি। তিনি বলেন, আমার প্রিয় জন্মভূমি উন্নয়নে আমার সক্রিয় অংশগ্রহণ অত‍্যন্ত জরুরি হয়ে পরেছে, দেশ এবং প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার দায়িত্ব পালন করতে চাই।

প্রচলিত সব ধ্যন-ধারণার বাইরে সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে আমার দলের পক্ষ থেকে, দেশের নেতাকর্মী ও প্রবাসীদের তাগিদে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচিত হলে বাংলাদেশের সার্বিক অর্থনীতির মূল চালিকা শক্তির এক অন্যতম উপাদান হচ্ছে প্রবাসীদের রেমিট্যান্স। আমার দীর্ঘ প্রবাস জীবনে অভিজ্ঞতা, প্রবাসীদের দাবী এবং অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে শামিল করতে চাই। বাংলাদেশের জাতীয় স্বার্থে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখতে চাই। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনের নির্বাচনি এলাকার সম্মানিত অধিবাসীরা যদি আমার উপর আস্থা রাখতে পারেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে জনগণর সেবায় আমার ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবো। এ ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

বাংলাদেশের প্রতিবেদক/এমএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর