Logo

রাজধানী

শাহবাগে ছবির হাটে ককটেল বিস্ফোরণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৪

শাহবাগে ছবির হাটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, শাহবাগ থানার দক্ষিণ পাশে ছবির হাটে কয়েকজন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ বিস্ফোরণে কেউ আহত হয়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।’

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর