Logo

রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে যাচ্ছে বুলডোজার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৮

ধানমন্ডি ৩২ নম্বরে যাচ্ছে বুলডোজার

শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে যাচ্ছে দুইটি বুলডোজার। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে যাচ্ছে দুইটি বুলডোজার।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয়। এ সময় ট্রাকের ওপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়।

তাদের পরিচয় জানতে চাইলে একজন বলেন ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে।

৩২ নম্বর সড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যও মোতায়েন রয়েছে।

দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করলে বাধা দিয়েছে পুলিশ। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা জুলাই অভ্যুত্থান আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর