শাহজালাল বিমানবন্দরে ধোঁয়া দেখে আতঙ্কে যাত্রীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:২২
ফাইল ছবি (সংগৃহীত)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। এতে বিদেশগামী যাত্রীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস দলও ঘটনাস্থলে পৌঁছায়।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ডিপার্চার টার্মিনালে ধোঁয়া দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে বেবিচকের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হননি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছে।’
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এমএইচএস

