Logo

রাজধানী

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৯

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

ছবি : সংগৃহীত

গভীর রাতে রাজধানীর নতুন বাড্ডা এলাকার নিজ বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ডিবি পরিচয়ে পাঁচ ব্যক্তি তার বাসায় গিয়ে তাকে নিয়ে যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে কোন তথ্যের ভিত্তিতে বা কোন অভিযোগে তাকে নেওয়া হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

মিজানুর রহমান সোহেল পত্রিকা দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোহেলের স্ত্রী সুমাইয়া সীমা জানান, কলিংবেলের শব্দ পেয়ে সোহেল দরজা খুলতেই ডিবির জ্যাকেট পরা পাঁচজন সদস্য নিজেদের পরিচয় দেন। তাদের একজন আশরাফুল নাম জানিয়ে বলেন, ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোহেলের সঙ্গে কথা বলতে চান। কথা শেষে দ্রুতই বাসায় ফেরত পাঠানো হবে— এমন আশ্বাসও দেন তারা। তবে রাত আড়াইটা পর্যন্তও তাকে ফেরত না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সোহেলের স্ত্রী, যিনি নিজে এবং তাদের সন্তান অসুস্থ বলে জানান।

এদিকে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার) কার্যক্রম শুরুকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ীদের উদ্বেগ এবং বুধবার নির্ধারিত সংবাদ সম্মেলনের সঙ্গে সোহেলের তুলে নেওয়ার ঘটনার যোগসূত্র রয়েছে। তার দাবি, ব্যবসায়ীদের এই কর্মসূচি ব্যাহত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের ইঙ্গিতে সাংবাদিক সোহেলকে ডিবি নিয়ে গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত মিজানুর রহমান সোহেল ২০২৩ সাল থেকে ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ সাত বছর দায়িত্বে ছিলেন দৈনিক যুগান্তরের অনলাইন বিভাগে। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাংবাদিক নির্যাতন গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর