Logo

রাজধানী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৫৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ছবি : বাংলাদেশের খবর

দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মান্নানকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রোববার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আব্দুল মান্নান দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গসহ নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে প্রমাণ পাওয়াায় তাকে অব্যাহতি না দিয়ে সরাসরি বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তিনি দলের কোনো পদ বা দায়িত্বে থাকবেন না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর