Logo

রাজধানী

জন্মশতবর্ষে সলিল চৌধুরীকে স্মরণ করল উদীচী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:০৩

জন্মশতবর্ষে সলিল চৌধুরীকে স্মরণ করল উদীচী

ছবি : উদীচী

কিংবদন্তি গণসংগীতকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘সতত সলিল’ অনুষ্ঠানমালা। 

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া এই আয়োজন ছিল আলোচনা, গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সমৃদ্ধ এক সাংস্কৃতিক উৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। আলোচনায় বক্তব্য দেন লেখক ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েম রানা এবং উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলার সকল গণ-আন্দোলনে সলিল চৌধুরীর গান মানুষকে সংগ্রামের শক্তি দিয়েছে। গণসংগীতকে তিনি নতুন মাত্রা দিয়েছেন— মিছিলের স্লোগানকে গানে, আর গানকে মিছিলে রূপান্তরিত করেছেন। গণমানুষের মুক্তির আহ্বানধর্মী এসব গান এখনো তেমনি প্রাসঙ্গিক। তারা আরও উল্লেখ করেন, রাষ্ট্র ব্যবস্থার নানা বাধা সত্ত্বেও গণসংগীত এখনো সমানভাবে মানুষের মননে স্পৃহা ও সাহস জাগিয়ে তোলে।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। বৃন্দগান পরিবেশন করে উদীচী সংগীত বিভাগ ও কোরাস। একক গান পরিবেশন করেন তানভীর আলম সজীব ও মনসুর আহমেদ। নৃত্য পরিবেশনায় অংশ নেয় স্পন্দন; একক নৃত্য পরিবেশন করেন আদৃতা আনোয়ার প্রকৃতি।

বৃন্দ আবৃত্তি করে উদীচী আবৃত্তি বিভাগ এবং একক আবৃত্তি পরিবেশন করেন শাহেদ নেওয়াজ।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর