ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২ ভবনের মাঝে মিলল শিক্ষার্থীর মরদেহ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৪৪
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝখান থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুশফিকুজ্জামান (২২) বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুশফিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মারা গেছেন। এটি আত্মহত্যা নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়েছে— তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।
ওসি হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (পুসাব)-এর ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে আজ বিকেল ৪টার দিকে একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।
পুসাবের অনুসন্ধানে জানা গেছে, ওই শিক্ষার্থী বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে উপস্থিত হয়ে কোনো একটি কারণে বের হয়ে যান। তার কিছু সময় পরই তার মৃতদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, সাধারণভাবে ছাদ থেকে পড়ে গেছেন—এমন ধারণা করা হলেও মৃতদেহে তেমন কোনো বাহ্যিক অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি। তাই এমন একটি আবদ্ধ স্থানে মৃত্যুর বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।’
এমবি

