Logo

রাজধানী

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:২৯

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুগুণমান সূচকে ঢাকার স্কোর ২৫০ রেকর্ড করা হয়েছে।

এই তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ৪২০ এবং এটি ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পড়ে। তৃতীয় অবস্থানে কলকাতা (২১৭), চতুর্থে তাসখন্দ (২১৬) এবং পঞ্চমে লাহোর (১৯৯) অবস্থান করছে।

আইকিউএয়ার সূচকের নিয়ম অনুযায়ী ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। সাধারণ মানুষও বাইরে সীমিত সময়ের জন্য কার্যক্রম পরিচালনা করতে পারেন।

বায়ুদূষণের মূল কারণ বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ওজোন। দীর্ঘমেয়াদী বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যান।

ঢাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে এবং বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বায়ুদূষণ ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর