ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ১৮
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৪:০২
দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।
ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে নিচে থাকা তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। পৃথক ঘটনায় রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুপুর ১২টা পর্যন্ত ১৮ জনকে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র আরাফাত (২০), অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র নুরুল হুদা (২০), মোহাম্মদপুরের কামরুল আলমের মেয়ে সুবিয়া (১৪), ঢাকার কামরাঙ্গীরচরের বাদশা মিয়ার ছেলে সোহেল (৩৫), মালিবাগ চৌরাস্তা মাটির মসজিদ এলাকার হারুনুর রশিদ (৫৬), মিরেরটেকের ১৬ নম্বর গলির নির্মাণশ্রমিক আবুল খায়ের (৬০), একই এলাকার রিকশাচালক অজ্ঞাত ব্যক্তি (৪০), ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও মহসিন হলের আবাসিক ছাত্র তানজিল হোসেন (২৬), খিলগাঁও এলাকার হারুনুর রশিদ (৫৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও মহসিন হলের ভিপি সাদিক শিকদার (২৬), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু (৩০) এবং আরমানিটোলা এলাকার সজীব (২২)।
ভূমিকম্পের পর সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আহতরা পর্যায়ক্রমে ঢামেকের জরুরি বিভাগে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। সরকারের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডিআর/এমবি

