পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৬:৩৬
ফাইল ছবি (সংগৃহীত)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিদর্শনকালে তিনি অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদ করার নির্দেশ দেন। তিনি বলেন, পুরান ঢাকার শত বছরের পুরোনো ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম আরও জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা সাত দিনের মধ্যে জমা না দিলে ভবনটি সিলগালা করা হবে।
তিনি সতর্ক করে বলেন, এক কাঠার কম জমিতে রাজউক কোনো প্ল্যান অনুমোদন করে না। অনেকেই জোর করে নির্মাণ করছেন, যার জন্য তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। কেউ কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করেও কাজ চালাচ্ছেন।
তিনি পরামর্শ দেন, কম জমিতে থাকা পুরোনো বা উঁচু ভবন একসঙ্গে ভেঙে নতুন ভবন নির্মাণ করলে আপাত ক্ষতি হলেও ভবনের উচ্চতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থাপনা ও ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। সারা দেশে মোট ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া ৫০০ এর বেশি মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এমএইচএস

