Logo

রাজধানী

‘৩য় স্ত্রীর’ মামলায় মুফতি কাসেমী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২০:৩৯

‘৩য় স্ত্রীর’ মামলায় মুফতি কাসেমী গ্রেপ্তার

মুফতি মামুনুর রশিদ কাসেমী। ছবি : সংগৃহীত

শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে রাজধানীর আটিবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক।

ওসি মনিরুল হকের জানিয়েছেন, কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভীন কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন। মামলার ভিত্তিতে রোববার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কাসেমীকে। তিনি বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী। অভিযোগটি ১৬ অক্টোবর বিকেলে ‘তামান্না হাতুন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল। এরপর মামলা দায়ের হয়ে অভিযুক্ত কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর